উখিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল হক (২৮) নামে এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল হক উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি পেশায় ইঞ্জিন মেকানিক। তবে আহত দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

ওসি আরিফ হোছাইন বলেন, ‘রোববার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় কোটবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার স্টেশন এলাকার স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।’

ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহ নিজের বাড়িতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’