‘খাগড়াছড়িতে কোনো প্রকার শঙ্কা ছাড়াই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে’

খাগড়াছড়ি সদর (৩০ বীর) সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোনো প্রকার শঙ্কা ছাড়াই সব সম্প্রদায়ের মানুষের মিলবন্ধনে খাগড়াছড়িতে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ি সদরের বিভিন্ন পূজা মণ্ডপ এবং সম্প্রতি সময়ে পানখাইয়াপাড়া সড়কে দোকানপাট ভাঙচুর ও লুটপাট হওয়া ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রোববার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়ি সদরের দূর্গাপুজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় খাগড়াছড়ি বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত, পূজা উদযাপন কমিটির নেতারা ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতারা এতে উপস্থিত ছিলেন। তারা নানা সংকট, সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।