শফিউল আলম, রাউজানঃ রাউজানের পূর্ব রাউজানে বাবুর্চি নুর মুহাম্মদ্দকে মারধর করে মারাত্বক ভাবে আহত করে। ঘটনার পর আহত বাবুচি নুর মোহাম্মদকে স্থানীয়রা উদ্বার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।
বাবুচি নুর মোহাম্মদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বাবুচি নুুর মোহাম্মদে উপর হামলা ও মারধরের প্রতিবাদে গত ৪ অক্টোবর শুক্রবার বিকালে এলাকার স্থানীয় বাসিন্দ্বারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শত শত গ্রামবাসী উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান। সদর ইউনিয়নের পূর্ব রাউজানের জোরের কুল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে। মিছিলটি নাতোয়ান বাগিছা গিয়ে শেস হয়। বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন মানববন্দ্বন করেন ।
মানববন্দ্বন কর্মসুচিতে বক্তব্য রাখেন ছাত্রনেতা মো. রায়হান ও মো. আরমান। মানববন্ধনে নুর মুহামদ বাবুর্চির ভাই দীল মুহাম্মদ তার বক্তব্যে বলেন, আমার ভাইকে জসিম উদ্দিন, মো. শফিসহ অনেকে অনেক মারধর করেছে। বিনা অপরাধে ওরা মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। ওর অবস্থা গুরুতর। আমরা এর বিচার চাই। আমার ভাই খুব ভালো মানুষ। সবার বিপদে-আপদে সহযোগিতায় এগিয়ে আসে। এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্রনেতা মো. রায়হান, জরিফ আলী, ওসমান আলী ভুট্টো, মো.আলমগীর সহ গ্রামের শত শত জনতা।