‘স্বৈরশাসকের লুটপাট-দুর্নীতি-গণহত্যার বিচার ব্যতিরেকে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন-পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার দুঃশাসন এবং লুটপাট দুর্নীতি গুম-খুনসহ গণহত্যার বিচার ব্যতিরেকে রাষ্ট্র সংস্কার বা মানবিক রাষ্ট্র গড়া সম্ভব হবে না। বিএনপি গনতন্ত্র, সুশাসন ও মানবিক রাষ্ট্রের জন্য রাজপথে লড়াই সংগ্রামে দুঃশাসকের হাতে অনেক নেতা-কর্মীকে হারিয়েছে। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার শত শত আত্ম বিসর্জনের মাধ্যমে আগস্ট মাসে জনগণ নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে। তাই মানবিক ও গনতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল (৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬ টায় পশ্চিম কুয়াইশ ফারুকিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে হাটহাজারী উপজেলার শিকারপুর কুয়াইশ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও ত্রাণ বিতরণকালে এস. এম ফজলুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথা ব্যক্ত করেন। প্রবীণ বিএনপি নেতা ফোরক আহম্মদ সওদাগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা মোঃ হারুন অর রশীদ চেয়ারম্যান, মোহাম্মদ ইব্রাহিম, এম. ইলিয়াছ আলী, খোরশেদ আলম চৌধুরী মেম্বার, নুর হোসেন মেম্বার, শাহআলম চৌধুরী, সৈয়দ তাজুল ইলাম মেম্বার, এস.এম মহিউদ্দিন মাসুদ, মুছা আনছারী, আব্দুল মান্নান। ছাত্রনেতা মোঃ গিয়াস উদ্দিন ও রিফাত ইসলাম শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আবছার, মোস্তফা মনোয়ার মুন্না, আবদুর রহমান, এস.এম পারভেজ, যুবদল নেতা নওশাদ আলম রুবেল, এস. এম একরাম, মোঃ রবিউল ইসলাম, সাইফুল কামাল রুবেল, মোহাম্মদ আরমান, ছাত্রদলের রাশেদ খান, মিনহাজ মাসুম বাবু, শওকত আলী, সাইদুল ইসলাম ও প্রমুখ। সমাবেশ শেষে প্রধান অতিথি এস.এম ফজলুল হক এলাকার দুঃস্থ্য পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।