বাঁশখালীতে গাঁজা-নগদ টাকাসহ মহিলা আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী ৫নং ওয়ার্ড এলাকায় এক মাদক ব্যবসায়ী মহিলাকে গাঁজা ও নগদ টাকাসহ আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে মহিলাকে আটক করা হয়। আটককৃত রুবি আক্তার (৫০) উপজেলা জলদী ৫নং ওয়ার্ড এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী। এ সময় তার ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা আর গাঁজার বিক্রিত নগদ ৭০ হাজার ৪ শত ৯০ টাকা জব্দ করা হয়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জলদি মিয়ার বাজার শহিদ ইউসুফ শপিং কমপ্লেক্সের এনামের গোডাউন এলাকায় থেকে মাদক ও নগদ টাকাসহ রুবি আক্তার নামের এ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ কেজি গাঁজা ও গাঁজার বিক্রিত নগদ ৭০ হাজার ৪শত ৯০ টাকা সহ মাদক ব্যবসায়ী রুবি আক্তার নামের এক মহিলাকে আটক করা হয়। আটকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।