“শান্তি-সম্প্রীতি ও সামাজিক পরিবেশে তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগীতার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর ২০২৪ইং) বিকেলে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনে আয়োজনে নাংগলমোড়া পূজা উদযাপন পরিষদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত আহবায়ক আলহাজ্ব সালাউদ্দীন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী মডেল থানার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সাব ইন্সপেক্টর সজিব, নাঙ্গল মোড়া ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, হাটহাজারী বিএনপির সাবেক সদস্য গাজী মোরশেদ উল আলম, হাটহাজারী শারদীয় পূজা উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জ্বল দত্ত। নাংগলমোড়া শারদীয় পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিত দর, সাধারন সম্পাদক ডাক্তার বাসু দেব, সত্য নারায়ণ ধর, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত উপদেষ্টা হাফেজ মৌলনা ফরিদ, নাংগলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান আহবায়ক কমিটির সদস্য শফিউল আলম বাবু, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতার হোসেন ভূট্টো মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিউল আলম বাবুল, সদস্য সচিব মোহাম্মদ নঈম উদ্দিন, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির নেতা শের শাহ চেয়ারম্যান, কামাল উদ্দিন, কৃষক দলের সভাপতি রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার, ইউনিয়ন যুবদলের সংগঠক নজুরুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা হানিফ সওদাগর, শহিদুল্লাহ তোয়ান,দিদার উল আলম, সেলিম, রপিক, শুকুর ড্রাইভার, সাবেক ছাত্র নেতা মাষ্টার আজম, রহমত উল্লাহ, ওমর ফারুক, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হেলাল, আলী মোহাম্মদ বশির আল হেলাল, ছাত্রদল নেতা মোহাম্মদ দিদার, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন ও শারদীয় পূজা উদযাপন কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব সালাউদ্দীন আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা এলাকার শান্তি-সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সহযোগিতায় হাটহাজারী থানা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।

যেটি আপনাদের পাশে সার্বক্ষণিক সহযোগী হিসাবে কাজ করবে। তিনি আরও বলেন, প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগী হয়ে পাশে থাকবো। এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব থেকে সর্তক থেকে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার আহবান জানাচ্ছি। তিনি বলেন, এটা আমার আপনার সবার এলাকা, একযোগে সবাইকে সহযোগিতা করতে হবে। এলাকার শান্তি-সম্প্রীতি ও সামাজিক ভ্রাতৃত্ববোধ অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। সালাউদ্দীন আলী সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করার আহ্বান জানান তিনি।