পার্বত্য রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ১৪ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার আসামি মো. জহিরুল ইসলামকে (২৭) চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সূত্র জানিয়েছে, ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অবস্থান করছে; এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করে।
আসামি মো. জহিরুল ইসলাম (২৭) রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর রাঙ্গিপাড়া গ্রামের মো. রাজ্জাক আলীর ছেলে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।