কাপ্তাই এলপিসি শাখার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) কাপ্তাই ইউনিটে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাপ্তাই এলপিসি শাখা কার্যালয়ে উক্ত মাহফিল অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলপিসির সহ-মহাব্যবস্থাক তীর্থ জিৎ রায়।

প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাইফী। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস, উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নান, অফিসের কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী, মসজিদ কমিটি, ও উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর প্রধানগন। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাইফী এসময় দেশ, জাতি ও বিএফআইডিসির সকল শহীদ, মৃত, কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের জন্য দোয়া মোনাজাত করেন।