মিরসরাইয়ে দোকান ভাঙচুর, চাঁদাবাজী ও মালামাল লুটের অভিযোগ আওয়ামী লীগ- ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, খৈয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তাহের দুলাল, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান সম্রাট ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গত ৫ আগস্ট বারইয়ারহাট পৌর বাজারের এমজেএইচ ফল বিতানে ভাঙচুর, লুটপাটের অভিযোগ দোকান মালিক একটি মামলা করেন। উক্ত মামলায় মঙ্গলবার রাতে সন্দিগ্ধ আনোয়ার হোসেন ইমন ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, চাঁদাবাজী ও ভাঙচুর মামলায় খৈয়াছড়া ইউনিয়ন থেকে আবু তাহের দুলাল ও সাইফুর রহমান সম্রাট নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।