চট্টগ্রাম কাস্টমসের প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান

কাস্টমস প্রক্রিয়াগুলোকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ আহ্বান জানান বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে মহামন্দার ফলে বিশ্বে তৈরি পোশাক শিল্পের চাহিদা কমে গেছে। দেশে দেশে মূল্যস্ফীতির ফলে দর পতন ঘটেছে পণ্যের। অন্যদিকে শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ, যার প্রভাব পড়েছে দেশের রফতানিতে।

ইতোমধ্যে তৈরি পোশাক খাতের বড় দুই বাজারসহ প্রায় সব দেশেই উল্লেখযোগ্য হারে রফতানি কমেছে জানিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত জুলাই থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারণে স্বাভাবিক উৎপাদন ও রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের প্রবল চেষ্টা থাকা সত্ত্বেও অস্থিরতা এখনও বিরাজমান, বন্ধ রয়েছে অনেক পোশাক শিল্প কারখানা।

অবস্থার দ্রুত উন্নতি না হলে আগামী মৌসুমের ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান নজরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের বিশ্বে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে আরও সহজ, দ্রুততম ও হয়রানিমুক্ত করার জন্য এনবিআরের সার্বিক সহায়তা প্রয়োজন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- আমদানি করা কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসকরাসহ শুল্ক, ভ্যাট ও বন্ড সংক্রান্ত সমস্যাদি।

তৈরি পোশাক শিল্পে বর্তমান অচল অবস্থার কথা উল্লেখ করে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পোশাক শিল্পে যে অস্থিরতা বিরাজ করছে তাতে এই শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বহু ক্রেতা ইতোমধ্যে দেশ থেকে চলে যেতে শুরু করেছে এবং বাতিল হচ্ছে ক্রয়াদেশ।

সরকারের কাছে এই সংকটের দ্রুত সমাধান চেয়ে তিনি আরও বলেন, পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব আছে। এই বিষয়গুলো মোকাবিলা করতে গিয়ে শিল্পের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায়। পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্বের সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারায় শিল্প।

রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে লিড টাইম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রাকিবুল আলম বলেন, কম লিড টাইমে আন্তর্জাতিক বাজারে পোশাক সরবরাহের চাহিদা ক্রমবর্ধমান বাড়ছে। কাস্টমস সংক্রান্ত হয়রানির ক্ষেত্রে লিড টাইম হারালে বিশ্ব বাজারে আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ব। এ ক্ষেত্রে কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও আধুনিক, সহজ ও ব্যবসাবান্ধব করা প্রয়োজন।

এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। পোশাক রফতানিকারকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন: বিজিএমইএর পরিচালক মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সরওয়ার রিয়াদ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, এস.এম. আবু তৈয়ব, চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মো. জাকির হোসেন প্রমুখ।