ডাঃ শাহাদাতকে মেয়র ঘোষণা করায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আনন্দ মিছিল

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন কে আদালতের রায়ে মেয়র ঘোষণা করায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১ সেপ্টেম্বর বিকেলে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নতুন চান্দগাঁও থানা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বহদ্দারহাট মোড় এসে শেষ হয়।

মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার উদ্দিন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইলিয়াছ সেকু, সহ-সভাপতি আলহাজ্ব নিজামুল ইসলাম, হাজি আইয়ুব আলী, ম.হামিদ, গোলজার হোসেন,আক্তার সওদাগর, আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, নুরনবী, সাজিদ হাসান রনি, মোরশেদ কামাল, ইসকান্দর হোসেন, মো. রেজওয়ান, সিরাজুল ইসলাম ইকবাল, জসিম উদ্দিন, আবুল কালাম, মো. সেলিম, নিজাম উদ্দিন, মো. মাসুদ, আবদুর রশিদ, কাউছার আলম কায়ছার, ইসকান্দর, শহীদুল ইসলাম শহীদ, মো. সরোয়ার, সাইদুল ইসলাম বাপ্পি, মো. জালাল, আবদুর রহিম, মো. মুরাদ, জয়নাল আবেদীন, ইকবাল, মো. সোলাইমান, শাহ আলম, রাজু হাসান, আফছার, নিজাম,আকবর ইউসুফ, ফারুক, রুবেল, শাফায়াত হোসেন সোহান, মাহিন।