মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাউজানে হেফাজতের বিক্ষোভ মিছিল

শফিউল আলম, রাউজানঃ ভারতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা।

বুধবার(২ অক্টোবর) বিকালে রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটায় এই প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি আলমগীর মাসুদ আরবনগরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, নুর আহমদ, হেফাজতে ইসলামের নেতা মহিউদ্দিন প্রমুখ।সমাবেশ শেষে মুন্সিরঘাটা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জলিলনগর বাস ষ্টেশন গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে “রাসুলের অপমান সইবে নারে মুসলমান” এমন শ্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তিকারি ভারতের রামগিরি মহারাজ এবং নিতেশ নারায়ন রাণে’র শাস্তি ও গ্রেফতারের দাবী জানান।