রাউজানে রাবার বাগান দখলে নিয়ে বৃক্ষের বাগান গড়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল

শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর, সিংহরিয়া, বরচনা, নন্দগাঁও, বৃন্দাবনপুর, বৃক্ষভানুপুর, হলদিয়া, শিরনী বটতল, এলাকার পাহাড়-টিলা শ্রেণির ভূমি বন বিভাগ থেকে নিয়ে ১৯৮১ সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন হলদিয়া রাবার বাগান গড়ে তুলেন। বন বিভাগ থেকে ২ হাজার ৮ শত ৫৭ একর পাহাড়-টিলা হলদিয়া রাবার বাগান করার জন্য নেওয়া হয়।

২ হাজার ৮শত ৫৭ একর আয়তনের হলদিয়া রাবার বাগানের মধ্যে ২ হাজার ২শত ৪৬ একর আয়তন বিশিষ্ট পাহাড়-টিলা শ্রেণির জমিতে রাবার বাগান করা হয়। হলদিয়া রাবার বাগান একসময়ে বিপুল পরিমাণ রাবার উৎপাদন করে এবং উৎপাদিত রাবার প্রক্রিয়াজাত করে বিক্রয় বাবদ কোটি কোটি টাকা আয় করেন। হলদিয়া রাবার বাগানের ৫ শত ৯০ একর জমি জবর দখল করে প্রভাবশালী ব্যক্তিরা ঘর-বাড়ি, বৃক্ষের বাগান গড়ে তুলেছেন। জবর দখল করা জমি থেকে অল্প পরিমাণ জমি উদ্ধার করা হলে ও জবর দখলে থাকা অধিকাংশ জমি প্রভাবশালী ব্যক্তিদের দখলেই রয়েছে। হলদিয়া রাবার বাগানের বৃকবানপুর, বৃন্দ্বাবন পুর এলাকায় রাবার বাগানের বিপুল পরিমান জমি জবর দখল করে বৃক্ষের বাগান, খামার বাড়ী গড়ে তুলেছে রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। এছাড়া ও বানারস, বৃন্দাবন পুর, গলাচিপা, হলদিয়া, শিরনী বটতল, অলীর টিলা, জাইল্যা টিলা, দক্ষিন ক্ষিরাম, হলদিয়া রাবার বাগানের পাশে রাবার বাগানের জমি জবর দখল করে ঘরবাড়ী, বৃক্ষের বাগান গড়ে তোলেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা । হলদিয় রাবার বাগানের জমি দখল করা প্রসঙ্গে আওয়ামী লীগ সরকার পতনের পুর্বে গত ৪ আগষ্ট তৎকালীন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল এর সাথে দেখা হলে তিনি বলেন, ঐ জমি আমার পুর্ব পুরুষের বন বিভাগ ঐ জমি তাদের দাবী করলে ও জমির কোন ক্ষতিপুরন দেয়নি । ঐ জমি স্থায়ী বন্দোবস্তি পাওয়ার জন্য আমি আবেদন করেছি ।

এছাড়া ও রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল এয়াসিন নগর এলাকার বাসিন্দ্বা মুক্তিযোদ্বা মরহুম কামাল উদ্দিন চৌধুরীর দখলে থাকা সরকারী খাস জমি তার পুর্বের সরকারী গাড়ী চালক আলমগীর, ফকিরটিলা বাজারে মরহুম মুক্তিযোদ্বা কামাল উদ্দিন চৌধুরীর দখলে থাকা সরকারী খাসঁ জমি প্রভাব খাটিয়ে তার পরিবারের সদস্যদের নামে বন্দ্বোবস্তি নিয়ে দখল করেছে বলে অভিযোগ রয়েছে । হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার রায় জানান হলদিয়া রাবার বাগানের ৫শত ৯০ একর জমি জবর দখলে রয়েছে । জবর দখল করে রাখা জমি থেকে স্বল্প পরিমান জমি উদ্বার করা হয়েছে । জবর দখল করা জমির পরিমান ও জবর দখলকারীদের তালিকা তৈয়ারী করে উধত্বন কতৃপক্ষকে জানানো হয়েছে ।

রিপোর্ট লেখা সময়ে হলদিয়া রাবার বাগানের জমি দখল প্রসঙ্গে জানতে রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুলকে একাধিকবার ফোন করে ও তার মোবাইল বন্দ্ব থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি । গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুলের বিরুদ্বে মুনিরিয়া যুবতবলীগ কমিটির কার্যলয় ভাংচুর ও চট্টগ্রাম নগরীতে কয়েকটি মামলা হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল আর্ত্নগোপনে চলে যায় ।