‘জনমনে বিরূপ ধারণা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে’

জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, জনগণের ক্ষতি হয় বা জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়, এমন যেকোনো কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করা থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটাজারি, সীতাকুণ্ড ও মিরেরসরাই এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন।

নয়ন বলেন, “নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে শহীদের রক্তের প্রতি অবিচার করবেন না। বিএনপি জনগণের দল, আমাদের কিছু নেতাকর্মীর জন্য দলকে বাধাগ্রস্ত করা উচিত নয়।”

তিনি উল্লেখ করেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি, তাই এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যারা সংখ্যালঘুদের অনুভূতি ব্যবহার করে রাজনীতি করতে চায়, তাদের জনগণ প্রতিহত করবে।”

নয়নের মতে— “অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পর জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দলকে বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।”

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিমসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।