চট্টগ্রামেও নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালন

সারাদেশের মতো চট্টগ্রামেও এক দফা দাবিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতলে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ কর্মসূচি পালন করে নার্সদের সংগঠনটি।

এসময় হাসপাতালের তারা বিক্ষোভ সমাবেশ করেন।
এ বিষয়ে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি।

গত দুই সপ্তাহ যাবৎ আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল৷ আমাদের দাবি, নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ নার্সিং কাউন্সিলের বিভিন্ন পদে থাকা বিসিএস ক্যাডারদের অপসারণ করতে হবে। পাশাপাশি ওইসব পদে নার্সদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান নার্সরা। আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

তবে কর্মসূচি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকছে বলে জানান আন্দোলনকারীরা।