রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছয় বছর আগে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের প্রথম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাইফার বাবা ও মামলাটির বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী ইকবাল হোসেন বলেন, “দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।”

অভিযোগ গঠন হওয়ায় মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তবে তাৎক্ষণিকভাবে সাক্ষ্যগ্রহণের তারিখ জানাতে পারেননি আইনজীবী।

যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলো, তারা হলেন- চিকিৎসক বিধান রায় চৌধুরী, দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান।

মামলার বাদী শিশু রাইফার বাবা রুবেল খান বলেন, “২০১৮ সালের ২৯ জুন আমার মেয়ে মারা যায়। আজ ছয় বছর পর মামলায় অভিযোগ গঠন হলো। দেরিতে হলেও আইনি প্রক্রিয়া সঠিকভাবে এগুচ্ছে বলে মনে করি। আমি সুবিচার পাব বলে আশা করি।”

সোমবার শুনানিতে অংশ নেয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এম এ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি প্রক্রিয়ায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।”

এর আগে চলতি বছরের ১২ মে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেন।

তার আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সেদিন বলেছিলেন, শিশু রাইফার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৮ জুন গলাব্যথা নিয়ে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া শিশু রাইফা পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই বছর চার মাস বয়সী রাইফার মৃত্যুর পর ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে গড়ে ওঠে আন্দোলন।

সাংবাদিকদের বিক্ষোভের মুখে পুলিশ ওই হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক ও এক নার্সকে ধরে থানায় নিয়ে যায়। পরে বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

এরপর চট্টগ্রামের চিকিৎসক ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থানে যায়; দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। এর মধ্যে র‌্যাব ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করলে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে একদিন সেবা বন্ধ রাখেন মালিকরা, ফলে ভুগতে হয় রোগীদের।

এরপর ওই বছরের ১৮ জুলাই রাইফার বাবা সাংবাদিক রুবেল খান মামলার আবেদন করেন নগরীর চকবাজার থানায়। দুদিন পর সেই মামলা গ্রহণ করা হয়। ওই মামলায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে আসামি করা হয়।

২০১৮ সালের ১৪ অগাস্ট হাই কোর্টে একটি রিট মামলা করেন রুবেল খান। ওই মামলার আদেশের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কমিটিও ওই ঘটনার তদন্ত করে।

এই কমিটি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল প্রতিবেদনে।

সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলায় চার্জ গঠনে সিইউজের সন্তোষ প্রকাশ
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সিনিয়র সহ সভাপতি রুবেল খানের শিশু কন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলায় আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠনের সন্তুষ্টি প্রকাশ করেছে সিইউজে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ছয় বছর আগে ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে সাংবাদিক মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। এ ঘটনায় যথাসময়ে মামলা দায়ের করা হলেও তদন্তকারী সংস্থাগুলো তদন্ত প্রতিবেদন দিতে দীর্ঘ দিন গড়িমসি করে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে নিয়ে যাবার অপচেষ্টা চলে। এ নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালনের পর গত ২৫ মার্চ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলায় চার চিকিৎসককে অভিযুক্ত করে চার্জশীট দেয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠন করা হয়।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সাংবাদিক সমাজ আশা করে।