মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে প্রকল্প প্রস্তাবনা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া- ফাঁসিয়াখালী সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্যদের হাতে-কলমে প্রকল্প প্রস্তাবনা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর ( সোমবার) চকরিয়া উপজেলার মেদাককচ্ছপিয়া জাতীয় উদ্যান সিএমসি অফিসে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আলহাজ্ব জয়নাল আবেদীন।

ইউএসএআইডি এর ইকোলাইফ কার্যক্রম নেকম’র সহযোগিতায়, সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন নেকম উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, নেকম গর্ভানেন্স ম্যানেজার আফরোজা খাতুন, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান,
ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা খসরু আমিন ও প্রাক্তন প্রধান শিক্ষক রুনেন্দো বিকাশ দে বক্তব্য রাখেন।