মিরসরাইয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯ (১) ধারায় জোরারগঞ্জ থানায় মামলা (নং-১৪) দায়ের করেন। মোঃ রুবেল উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের মৃত গোলাম রহমান এর ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃত রুবেল ও ভিকটিম দুঃসম্পর্কের চাচাতো বোন হয়। আত্মীয়তার সূত্রে গত ২০ মার্চ ভিকটিম আসামীর বাড়িতে বেড়াতে গেলে সেখানে রাত্রিযাপন করেন। পরবর্তীতে মোঃ রুবেল কৌশলে ভিকটিমকে তাহার শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর হতে মোঃ রুবেল ভিকটিমের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং বিবাহের প্রলোভন দেখিয়ে গত ১৫ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোঃ রুবেল ভিকটিমকে তাদের বাড়ীতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে, সে সাড়ে ৫ মাসের অন্তসত্ত্বা। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯ (১) ধারায় জোরারগঞ্জ থানায় মামলা (নং-১৪) দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এজাহারানামীয় আসামী মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।