জাহেদ কায়সার : পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির কাছে বন্দরের ডলফিন জেটি-৭ এ এমভি ‘বাংলার জ্যোতি’ নামের একটি জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনও নিখোঁজ রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ((বিএসসি)
মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে ওই জাহাজে
বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্হরে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর
আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. কফিল উদ্দিন জানান, কর্ণফুলী নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে, এসময় জাহাজ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়, এছাড়া একজন এখনও নিখোঁজ রয়েছে । নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।
শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ জানান , এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম (৪৫) ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম অথবা হারুনের হতে পারে ।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।