রামু সহিংসতার এক যুগ: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের সেই সাম্প্রদায়িক হামলার ১২ বছর পূর্ণ হয়েছে আজ রোববার (২৯ সেপ্টেম্বর)। আলোচিত এ সাম্প্রদায়িক হামলার ১২ বছর পার হলেও আদালতে বিচারাধীন এ সংক্রান্ত ১৮টি মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি।

রোববার দুপুরে এসব মামলায় দ্রুত বিচারের দাবিতে রামু লালচিং-সাদাচিং-মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ।

উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আব্বু, রাজেন্দ্র বড়ুয়া, বিমল বড়ুয়া, প্লাবন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

এর আগে দিনটি উপলক্ষ্যে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে মৈত্রী শোভাযাত্রা বের করার কথা রয়েছে। ধর্মসভায় দেশ-জাতির মঙ্গল ও সমৃদ্ধি এবং জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ যুবক কর্তৃক পবিত্র কোরান অবমাননার গুজবের জের ধরে ওই রাতেই এখানকার ১৮টি প্রাচীন বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের শতাধিক বসতঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট চালানো হয়। পরদিন একইভাবে উখিয়া ও টেকনাফের সাতটি বৌদ্ধ বিহার ও ১১টি বসতঘরে অগ্নিসংযোগ ও হামলা চালানো।