ডোপ টেস্টে উত্তীর্ণ হলেই আসন মিলবে চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে আসন বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) করতে হবে। তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করা হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (২ অক্টোবর) পর্যন্ত শিক্ষার্থীদের হলের আসন পেতে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্বাভাবিক নিয়মে চলবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আবাসিক হলে আসন বরাদ্দপ্রাপ্তির আবেদনের জন্য প্রদত্ত শর্তসমূহে উক্ত বিষয়টি উল্লেখ করা হয়।

জানা যায়, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫৪ তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল/হোস্টেলে আসন বরাদ্দ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আজ রোববার হতে আগামী ২ অক্টোবর বিকেল সাড়ে ৩টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ৩ অক্টোবর শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেয়া হবে। তবে হলে আসন পেতে হলে ছাত্রদের মাদকমুক্ত হতে হবে। রক্তে মাদকের উপস্থিতি পাওয়া গেলে আসন বাতিল করা হবে।

হলের আসন বরাদ্দ ও ক্লাস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

তিনি জানান, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে আসন পেতে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করবেন। ৩ অক্টোবর আসনের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ৫ অক্টোবর ফলাফলের ভিত্তিতে হলে নিজ নিজ আসন গ্রহণ করতে পারবেন। ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হবে।