শফিউল আলম, রাউজানঃ রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় নুরুল আবছার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৯ সেপ্টেম্বর রবিবার সকাল পৌনে ৯টায় রাউজান পৌরসভার জানালী হাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সি বাড়ির প্রয়াত আনসুর আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে ৯টায় সড়ক পর হওয়ার সময় মুন্সিরঘাটামুখী একটি সাদা প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আবছার। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে. কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাবা গরুর ব্যবসা করেন। গরু কেনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। জানালীহাট এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক।