আবারো অবৈধ ভাবে আমদানি করা ল্যাকটোজেন আটক

বেবি ডায়াপার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আমদানি করা চালানে শিশুখাদ্য (ল্যাকটোজেন) পেয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

২০ ফুটের একটি কনটেইনার খোলার পর ঘোষিত পণ্য ডায়াপার পাওয়া যায় ২ হাজার ৮৮০ কেজি। মিথ্যা ঘোষণার শিশুখাদ্য পাওয়া যায় ৬ হাজার ৮২৫ কেজি। বেবি ডায়াপারের চেয়ে শিশুখাদ্যের শুল্ক বেশি হওয়ায় শুল্কফাঁকির চেষ্টা হয়েছে প্রায় ২২ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া।

তিনি জানান, ঢাকার মিরপুরের সিয়াম ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে চালানটি বন্দরে আসে। গোপন সংবাদ থাকায় চালানটির ওপর নজর রাখতে বিল অব লেডিং লক করে দেওয়া হয়। যাতে কোনো ফাঁকে চালানটি খালাস নিতে না পারে।

অবশ্য এ চালান খালাস নিতে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে কোনো সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেনি।

এ চালানের ব্যাপারে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।