খালেদা জিয়া’র রোগমুক্তি-সুস্থতা কামনায় পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমু্িক্ত ও সুস্থতা কামনায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বাড়াইপাড়া ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাড়াইপাড়া হাজী রমজান আলী মসজিদের সম্মানিত খতিব মুফতি মোস্তাফা কামাল আল কাদেরী।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু। এসময় আরোও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, আব্দুস সালাম, মো. ফরিদ, থানা যুবদল নেতা মো. রেজওয়ান, জসিম উদ্দিন, শামশুল ইসলাম, মো. সরোয়ার, মো. নিজাম, মো. কাইসার, মো. হাকিম, মোক্তার হোসেন, মো. ইউসুফ, মো. সুমন, মো. রনি, ওয়ার্ড ছাত্রদল নেতা সাফায়েত হোসেন সোহান, আলাউদ্দিন সাকিব প্রমুখ।