‘১৯৯৫ থেকে ‘ওডেব’ নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে’

আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব’র ২৯তম এ্যনুয়েল জেনারেল মিটিং-এ জি এম সংগঠনের সভাপতি মঈনুল আলমের সভাপতিত্বে ওডেব’র চান্দগাঁও প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে ১৯৯৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে। নিয়মিতভাবে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে ওডেব’র উপস্থিত সদস্যরা উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ¦লন ও করতালির মধ্য দিয়ে এ জি এম-২০২৪ উদ্বোধন করেন।

এ সভায় ২০২৪ আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদন(কার্যক্রম ও আর্থিক) উপস্থাপন করেন সংগঠনের স্ধাারণ সম্পাদক কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদার। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কমল সেন গুপ্ত, ইসি কমিটির সদস্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক নাসিমা পারভিন, এ্যডভোকেট রুপম তালুকদার, সুজিতা তালুকদার, এ্যডভোকেট রেহাত উদ্দীন ইসমত,এ্যডভোকেট ফাহমিদা আকতার, ইউপি সদস্য আয়েশা বেগম, শ্রাবস্তী মজুমদার,প্রতিমা চক্রবর্তী,মনিরা সরকার,প্রীতিলতা সাহা,মাহামুদুল হক,অনুপমা সাহা,রতন দাশ , ফয়েজুল আবেদীন,ফয়েজুল হাকিম, মোঃ আলাউদ্দীন, লিপি রাণী বনিক,সজল দে , পপি আকতার,মোমিনুল ইসলাম,আরাফাত ইসলাম,হাসিনা বেগম,বন্দনা বড়ুয়া প্রমুখ। আগামী দু’বছরের জন্য গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মঈনুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদার ।উপস্থিত সদস্যরা ব্যাপক করতালির মাধ্যমে এ নির্বাচিত কমিটিকে স্বাগত জানান।

সবশেষে ওডেব কালচারাল টিমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার সভাপতি মঈনুল আলম এ সভার সমাপ্তি ঘোষণা করেন ।