বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকার হটিয়েছে। তাই তারা আর কখনই নতুন কোনো স্বৈরাচার সরকারকে বাংলার মাটিতে মেনে নেবে না। জামায়াতে ইসলামীর কাছেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ম সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশের অধিকাংশ মানুষ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গুঠিয়া বাইতুল ভিউ কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা শিবিরে বরিশাল মহানগর জামায়াতের ৬ শতাধিক রোকন সদস্য অংশ নেন।
প্রশাসনে থাকা আওয়ামী দালালদের বিচারের দাবি জামায়াত সেক্রেটারির
শামসুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তি চায়। তাই জনসাধারণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই পারবে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যয় বিচার নিশ্চিত করতে। তাই আগামী দিনের নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের শপথের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।