লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ বলেছেন, বিশ^ব্যাপী সেবাকর্মে সর্বদা নিয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় নগদ অর্থ,ওষুধ, খাদ্য,বস্ত্র দিয়ে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা সত্যিই অন্যান্যদের জন্য ছিলো অনুকরণীয়। সারা বছর লায়ন্সরা সেবা কর্মকান্ডে নিয়োজিত থাকার পরও অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে উদযাপন করা হয়। সচেতনতা তৈরী এবং দেশের মানুষকে উদ্ধুদ্ধ করার জন্যই এ সেবা মাসের আয়োজন বলে লিখিত বক্তব্যে জেলা গভর্ণর দাবি করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে অক্টোবর সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লিখিত বক্তব্যে জেলা গভর্ণর বলেন, এ বছর জেলা গভর্ণর হিসেবে আমি শেয়ার এন্ড কেয়ার (যতেœর ছায়া ছড়ায় মায়) ডাক দিয়েছি যাতে লায়ন্সরা সেবা কর্মে আরও বেশি আন্তরকি হন। সেবার গুণগত মান নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট যাতে সহজে পৌঁছান সেদিকে লক্ষ্য রাখেন। ইতোমধ্যে লায়ন্স আই ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম তথা সারাদেশের চিকিৎসা সেবায় লায়ন্সরা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া লায়ন্সরা সারাবছর লায়ন্স চক্ষু হাসপাতাল, লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট, লায়ন্স জেনারেল হাসপাতাল, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড, অন্ধত্ব নিবারণ, ডিটিই ক্যাম্প, চাইল্ডহোড ক্যান্সার, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিক সচেতনতা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সামগ্রী বিতরণ, খৎনা ক্যাম্প, সাদাছড়ি দিবস, লায়ন্স ওয়েলফেয়ার ফান্ড, করোনা ও ডেঙ্গু সাপোর্ট সেন্টার, লায়ন্স সেবা পদক, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, রমজান সেবাসহ নানাবিধ কার্যক্রম নিয়ে এগিয়ে চলেছেন। এসব সেবা কর্মকান্ডকে আরো গতিশীল করতেই সেবা মাসের আয়োজন বলে লিখিত বক্তব্যে জেলা গভর্ণর উল্লেখ করেন।
অক্টোবর সেবা মাসের প্রেস উপ-কমিটির চেয়ারম্যান লায়ন রাজিব সিনহার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন হাসান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ বেলাল, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মোস্তাক আহমেদ, লায়ন নাজমুল হক।
লায়ন কাশেম শাহ’র কোরান তেলওয়াত ও লায়ন সুজিত কুমার দাশের ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত লায়ন তারেক কামাল, লায়ন আবু মোরশেদ, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন পারভীন মাহমুদ, লায়ন আনিসুল হক, লায়ন নিলাদ্রী শেখর প্রমূখ।