‘ট্যুরিজমে সম্পর্ক তৈরি হয়, ভাষা শেখা যায় এবং একটা আত্মিক বন্ধন তৈরি হয়’

বিশ্ব পর্যটন দিবসে এ খাতের সকলকে এক কাজ করার আহ্বান জানিয়ে সমালোচনা না করে সকলকে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও পর্যটন ভবন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

নাসরিন জাহান বলেন, শুধু অন্যের সমালোচনা করলে হবে না। এখন আমাদের নিজেদের আত্মসমালোচনা করার সময়। অনেকদিন বলেছি আমরা করব, করব। এই শব্দগুলো এখন আর আমাদের ভালো লাগে না। আমরা আজকে থেকে শুরু করবো। আজকে আমাদের যে অর্জন, এই অর্জন দিয়ে শুরু করতে হবে।

সচিব বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে বিশ্বের দরবারে ট্যুরিজম সেক্টরকে নিয়ে যেতে চাই। আপনার আজ শপথ করেন যে সরকারি বেসরকারি সবাই একসাথে আছেন।

সরকারি-বেসরকারি মিডিয়াসহ সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসলে কাজ করতে হলে আমাদের শপথ নিতে হয়। শপথ না নিলে রক্ত গরম হয় না। ট্যুরিজমে কিন্তু শুধু সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সম্মিলন ঘটে না ব্যক্তি মানুষের মধ্যে একটি বিশালত্ব তৈরি করে। ট্যুরিজমের মাধ্যমে অন্যের সাথে সম্পর্ক তৈরি হয়, অন্যের ভাষা শেখা যায়। একটা আত্মিক বন্ধন তৈরি হয়।

তিনি বলেন, আগামীতে সবার মুখে হাসি থাকবে কেউ আর মলিন মুখে থাকবে না। নিরানন্দের মাঝেও আমাদের বাঁচতে হবে। কারণ প্রতিদিন কাজের মধ্য দিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সমাজে বাধা বাইরে বাধা অনেক বাধা। বাধা প্রতিবন্ধকতা দূর করার সুপারিশ নিয়ে আপনারা আসবেন। আমি সুপারিশ নিতে পছন্দ করি। ওইখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করবো।

বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি আবু কালাম সিদ্দিক ডিআইজি (ভারপ্রাপ্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকার ও সাবেক টোয়ার মহাসচিব শিবলুল আজম কোরেশী প্রমুখ।