রাঙ্গুনিয়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝুলন্ত মরদেহ যুবকের নাম মো. সাইফুদ্দীন। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শায়ের আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বেতাগী গুচ্ছগ্রাম ৩০ নম্বর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে সাইফুদ্দীন ঝুলন্ত অবস্থায় ছিলেন।

জরুরি সেবার নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।