‘‘বৃটিশ বিরোধী আন্দোলনে শহীদদের ইতিহাস পাঠ্য বইয়ে তুলে ধরতে হবে’’

বৃটিশ বিরোধী আন্দোলনে বাংলার প্রথম নারী শহিদ অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে সকাল ১০ টায় পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করা হয় পাহাড়তলী আবক্ষ ভাস্কর্যে। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ-চট্টগ্রাম জেলার সদস্য মুহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বি এস সি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

????????????

পুষ্পমাল্য অর্পণ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ। প্রায় ২০০ বছরের বৃটিশ শাসন শোষণে এদেশের মানুষ নিষ্পেষিত ছিল। মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতারা দেখিয়ে দিয়েছিলেন বৃটিশদের সূর্যও অস্ত যায়। চট্টগ্রাম এর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ১৯৩২ সালের আজকের এই দিনে দেশমাতৃকার জন্য প্রীতিলতার যে আত্মত্যাগ সেটা পরবর্তীতে বৃটিশ এবং পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা সংগ্রাম তরান্বিত করেছিল। সূর্যসেন-প্রীতিলতারা বৃটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে, এদেশের মানুষের মুক্তির যে লড়াই শুরু করেছিলো তা আজ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনে বর্তমান তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছে! অগ্নিযুগের বিপ্লবীরা আমাদেরকে সেই অনুপ্রেরণা দেয় যে কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। বক্তারা আরো বলেন,আমাদের দেশে এখন বৃটিশরা নাই, পাকিস্তানিরা নাই, কিন্তু জনগণের প্রকৃত মুক্তি আসে নাই, শোষণ বৈষম্যের অবসান হয় নাই। তাদের দেখানো পথে বর্তমান তরুণ প্রজন্মের সকল শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদদের সঠিক ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে তুলে ধরতে হবে।