ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের ৬১ তম সাহিত্য আড্ডা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।
গত ২৩ সেপ্টম্বর ২০২৪ রােজ সোমবার সন্ধ্যে ৭টায় ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র চট্টগ্রাম কর্তৃক ৬১তম সাহিত্য আড্ডা ও এক মত বিনিময় সভা সংগঠনের চট্টগ্রাম চকবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইদানিং সাহিত্য চর্চা কেন্দ্র চট্টগ্রামের সভাপতি লেখক ও প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কবি খোরশেদ মুকুলের সঞ্চালনায় উক্ত আড্ডায় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন কবি কফিল উদ্দিন দুলাল ছড়াকার কুতুবউদ্দিন বখতেয়ার, কবি আলমগীর ইমন কবি আলমগীর হোসাইন, কবি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, ছড়াকার শফিকুল আলম সবুজ সহ প্রমুখ।
উক্ত সভায় হাবিলদার রজব আলী খাঁ সংখ্যা প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠান ও ইদানীং হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত-২৪ পুরস্কার প্রাপ্তদের আগামী নভেম্বর – ২৪ ৩য় সপ্তাহ পুরস্কার প্রদান করার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বর্তমান পরিস্থিতি, সাহিত্যের নানান হালচাল সহ সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে ও আলোচনা করা হয়।
মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহিত্যের আদি নিদর্শন পদ্য কবিতা।
অনেকের মতে, ছন্দের ব্যবহারটা আজ প্রায় উঠে গেছে আসলে তা নয় কিছুটা বিবর্তন ঘটেছে বলা যেতে পারে বর্তমানে ছন্দে চিন্তার নতুনত্ব ঘটেছে এ কথা অস্বীকার করার কোন কারন নেই।
কবিতার শরীরে দোলা লাগাবার কায়দা-কৌশলই ছন্দ। কবিতায় ছন্দ ব্যবহারের মাধ্যমে কবিতায় গতিসৌন্দর্য বা ধ্বনিসৌন্দর্য সৃষ্টি হয়ে থাকে তবে আমাদের মনে রাখতে হবে কবিতায় যদি ছন্দের ঝনঝনানি থাকে আর কোন কাব্যগুন না থাকে তখন তা কবিতা হয়ে উঠে না। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।