রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত

শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অতর্কিত হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫০) ও আজিম উদ্দীন (৫৫)। এ হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নিদের্শ দিয়েছে।

জানা যায়, ১১ সেপ্টম্বর বিকালে এ হামলার ঘটনাটি ঘটে। ১৭ সেপ্টম্বর গুরুতর আহত আজিম উদ্দীন প্রকাশ বাচুর চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহত জসিম উদ্দিন বলেন, সাবেক এমপির ফজলে করিমের সন্ত্রাসী বাহীনির সদস্য কাঞ্চনের নেতৃত্বে ১৫/২০জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অফিসে হামলা করে। কিছু বুঝে উঠার আগে লাটিসোটা দিয়ে মারধর করতে থাকে। লাটির আঘাতে আমার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। আমি উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। গুরুতর আহত আজিম উদ্দিন বলেন, দীর্ঘ ১২ বছর আমি এলাকা ছাড়া ছিলাম। মিথ্যা মামলা দিয়ে আমাকে অস্ত্র দিয়ে কারাগারে পাঠিয়েছে সাবেক এমপি। আ. লীগ সরকার পতনের পর ঘরবাড়িতে এসে আবারও হামলার শিকার হয়েছি।

এখনও তারা আমাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলীয় কার্যালয়ে বসা অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা দ্বিখন্ড করেছে। এক সাপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করেছি। তিনি হত্যার চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানান।