‘স্বৈরাচার হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের মানসকন্যা, আমি বলি খুনি’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন বলেছেন, শেখ হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের মানসকন্যা৷ তিনি হচ্ছে খুনি৷

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমানদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নুরুল আমিন বলেন, ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন৷ যত অন্যায়, অবিচার, খুন, গুম করেছেন দেশের মাটিতে তার বিচার অবশ্যই হবে৷ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের সাধারণ জনতা বিভিন্ন দল থেকে মুখ ফিরিয়ে জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে৷ জামায়াতই এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে। এর প্রমাণ ইতোমধ্যে মানুষ দেখেছে।

মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ ঈমাম হোসাইন সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসান জাবেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ জামায়েতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, সেক্রেটারি মাঈনুদ্দিন রায়হান, অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, জোরারগঞ্জ থানা জামায়েতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাইনুদ্দিন, বায়তুল মাল সম্পাদক ডা. আব্দুল গফুর প্রমুখ।