‘স্বৈরাচার আ’লীগ সরকার সকল শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে’

বৈষম্যহীন শিক্ষাঙ্গন ও ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের দাবিতে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে এ সম্মেলন হয়। এসময় উপস্থিত ছিলেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পাঠ্যবইয়ে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। চলেছে নানা দুঃশাসন।

তারা আরো বলেন, তৎকালীন সরকারের আমলে দেশের রাজনৈতিক ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। ছাত্র জনতার আন্দোলনে যে নতুন দিনের সূচনা হয়েছে তা ধরে রেখে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে।

এদিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।