চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে। বাজারে দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এর আবাদও বাড়ছে। এছাড়া, সার্বিক সহযোগিতাও দিচ্ছে কৃষি বিভাগ।
টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আখ। কষ্টের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর ফসলটির ফলন হয়েছে বাম্পার।
কেউ নিজের জমিতে, কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করছেন এ ফসল। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আবাদ বাড়ছে বলে জানান চাষিরা। বিঘা প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভের আশা তাদের।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আখ সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ আশপাশের জেলায়। আর বাজারে দাম ভালো পাওয়ায় চাষিরা বেজায় খুশি।
চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। বিক্রি করে প্রতি বিঘা থেকে পাওয়া যাচ্ছে ৭০-৮০ হাজার টাকার বেশি।
আখের উৎপাদন আরও বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন,
আখের রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এতে ফলন বাড়ছে, তারা লাভবানও হচ্ছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪৬৩ হেক্টর জমিতে অন্তত ২২ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।