চট্টগ্রামে ছাত্র-জনতার উপর হামলা : সেই যুবলীগ নেতা আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীতে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট ভিকটিম মোঃ ইব্রাহিম (১৯) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করলে এতে আহত হয় ভিকটিম ইব্রাহিম।

এ ঘটনায় ভিকটিম মোঃ ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে চট্টগ্রাম মনগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে আরো ১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।