গাউসিয়া কমিটি ফটিকছড়ি সুয়াবিলে জশনে জুলুছ অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়ন শাখার উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর সুয়াবিল তৈয়্যবিয়া মাদ্রাসা ময়দান হতে সাধারণ সম্পাদক মুহাম্মদ এজাহার আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নারায়ে তাকবির,নারায়ে রিসালাতের শ্লোগান, না’তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বনীতে মূখরিত বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা মসজিদে আলোচনা সভা ও মাহফিল গাউসিয়া কমিটি সুয়াবিল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন সদস্য সচিব আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ মামুন উদ্দিন আলকাদেরী।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ যুগের বরণ্য আলেমেদ্বীন মুফতিয়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী। অসংখ্য উলামায়ে কেরাম, ব্যবসায়ী, কৃষিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক, শিক্ষক মসজিদের ইমাম খতিব, সাংবাদিকসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ চোখে পড়ার মতো। এতে অতিথি ছিলেন আল্লামা আবদুল মালেক শাহ্ রহ. সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক, তৈয়বিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আবছার রেজবী, হযরত ইউনুস খলিফা রহঃ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবুল কাশেম ফারুকী, ফরহাদাবাদ মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু জাফর মুহাম্মদ এনামুল হক, তৈয়বিয়া মাদ্রাসার সহসুপার মাওলানা রফিকুল আলম আলকাদেরী, আলহাজ্ব মুহাম্মদ আবুল খায়র , গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নেজামুল ইসলাম সিকদার, সহ-সভাপতি মাষ্টার নাজিম উদ্দিন সিকদার, সড়ক সভাপতি ব্যাংকার মুহাম্মদ আতিক উল্লাহ সিকদার, মাওলানা মুফতি সরোয়ার উদ্দিন আলকাদেরী, ব্যাংকার মুহাম্মদ আলি আকবর, কোদালিয়া পাড়া আলহাসনাইন সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ আলমগীর হোসাইন,আলহাজ্ব মাওলানা আবু নাঈম মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা শেখ ফরিদ,মাওলানা সৈয়দ গোলাম মোস্তফা সাকিব, মাওলানা সৈয়দ মুহাম্মদ কামরুল হাসান মোবারক, মাওলানা মুহাম্মদ এবাদুল্লাহ, হাফেজ মুহাম্মদ নুরুল আলম আজাদ তাহেরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পবিত্র জশনে জুলুছ পালন ঈমানদারের জন্য উত্তম কাজ, নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, সমস্ত ইমামের যুগ হয়ে বর্তমান বাংলাদেশসহ সারা বিশ্বে উৎসাহ উদ্দীপনার সাথে জশনে জুলুছ পালিত হচ্ছে। পরিশেষে মিলাদ মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।