রাউজানে বাজার মনিটারিং

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্ল্রাহ আল মাহমুদ ভুইয়া আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান ফকির হাট বাজার ও মুন্সর ঘাটায় মুদিও দোকান, চাউলে দোকান, মাংসের দোকান, মুরগীর দোকানে চাল, ডাল , পেয়াজ, আদা, রসুন, তৈল, মাছ, মাংসের দোকান মনিটারিং করেন । পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্ত প্রয়োজনীয় দ্রব্যের বেশী মুল্য নিয়ে মালামাল বিক্রয় করছেন কিনা তা দেখেন । এসময়ে একটি হোমিওপ্যথিক ঔষধের দোকানে মেয়াদ উর্ত্তিন ঔষধ বিক্রয়, একটি মুদির দোকানে মেয়াদ উত্তির্ন মালামাল বিক্রয়, সামাজিক দুরত্ব না মেনে একটি সিএনজি অটোরিক্সায় করে পরিবহনের অপলাধে ৬ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। বাজার মনিটারিং কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।