বন্যাতদের আর্থিক সহযোগিতা ও পোষাক বিতরণ করলেন ‘নিউজ’

নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রাম এর পক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার বেকের বাজার এলাকার দিলরাজপুর গ্রামে বন্যা কবলিত মানুষের পূনর্বাসনে আর্থিক সহযোগিতা ও পোষাক বিতরণ করা হয় ৷

এতে সংগঠনের সভাপতি জসীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সাফাউল হক রিয়াজ, অর্থ সম্পাদক মোতাহার হোসেন এবং নির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল হুদা উপস্থিত ছিলেন ।

এছাড়া সংগঠনের সভাপতির নেতৃত্বে বন্যাকবলিত এলাকা সবাই ঘুরে দেখেন ও বিভিন্ন শ্রেণির মানুষের দুঃখ কষ্টের কথা শুনেন এবং ভবিষ্যতে আরো বড় আকারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।