শীতলপুর বন কর্মকর্তার রান্নাঘরে জবাই করা হরিণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুর বন কর্মকর্তার রান্নাঘরে জবাই করা একটি মায়া হরিণ পাওয়া গেছে।

খবর পেয়ে সোমবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ হরিণটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই বিট অফিসের পাশে মায়া হরিণটি মাটিচাপা দেয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর ২টার দিকে তিনি শীতলপুর বন কর্মকর্তার রান্নাঘর থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করেন।

কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্তের দাবি, মৃত হরিণের চামড়া সংরক্ষণের জন্য সেটিকে জবাই করা হয়। কিন্তু লকডাউনের কারণে ট্যানারি বন্ধ থাকায় সেটিকে সংরক্ষণাগারে পাঠানো সম্ভব হয়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও উপজেলা প্রশাসনকে জানিয়ে হরিণটিকে মাটিতে পুতে ফেলা হয়।