ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন ও জুলাইয়ে শহীদদের স্মরণে ১১ সেপ্টেম্বর ২৪ খ্রি. বিকাল ৪ ঘটিকায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উদ্দ্যোগে মজলিশ-এ কাওয়ালী ও সত্যের সন্ধা অনুষ্ঠিত হয়। হামদ, না‘ত, প্রতিবাদী সংগীতসহ সুফিবাদের কাউয়ালী পরিবেশন করেন বরেণ্য শিপ্লীবৃন্দ। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর দক্ষিণের পরিচালক মুহাম্মদ শামিমুল ইসলাম চৌধুরী তত্ত্বাবধানে দেশ সেরা সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এতে উপস্থিত ছিলেন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলামুর রহমান আশরফ শাহ, প্রতিষ্ঠাতা মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী, কাজী হানিফ, আমান উল্লাহ আমান, হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর দক্ষিণের সচিব ইয়ার আহমেদ জামশেদ, সাকিব রেজা ক্বাদেরী, এইচ এম সিয়াম রেযা, জুবাইর আহমেদ।