১০০ নমুনার চট্টগ্রামের ১১ টি পজেটিভ

করোনা শনাক্তের পরীক্ষায় চট্টগ্রামে নতুন আরও ১১ জনের (দুজন পুরোনোসহ) শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে।

১০০ নমুনায় পরীক্ষায় এই মুহুর্তে চট্টগ্রাম করোনা পজেটিভ ১১জন, চট্টগ্রাম মহানগরে মোট ৬ জন বাসিন্দা। পতেঙ্গা ১ (র‌্যাব সদস্য), হালিশহর ১, দামপাড়া ১, পাহাড়তলী ১, বিএমএ লিংক রোড ১, পাচলাইশ (চমেকের চিকিৎসক), সাতকানিয়া ২(দুজন পুরোনো), বোয়ালখালী ১, মিরশ্বরাই ১ আক্রান্ত বলে সোমবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৬৪ জন। চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন। এছাড়া বাহির থেকে আগত রোগী রয়েছে ২ জন।