বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ী নেতারা।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বিজিএমইএ নেতারা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সব জায়গায় তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাসহ সর্বস্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, বিএনপির স্থানীয় নেতারা আমাদের জানিয়েছেন; দলের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা গার্মেন্টস শিল্প রক্ষায় এগিয়ে এসেছেন।
বিএনপির মহাসচিব ব্যবসায়ীদের বক্তব্য শুনে তাদের গার্মেন্টসের নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিজিএমইএ নেতাদেরকে তিনি বলেন, অর্থনীতি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে; ঐক্যবদ্ধভাবে সব সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য উপদেষ্টা বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিজিএমইয়ের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম পরিচালক, শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।