রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমানকে বদলি

শফিউল আলম, রাউজানঃ রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম। রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বরিশাল রেঞ্জে নেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ০২ সেপ্টেম্বর সোমবার রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়।

এরপর থেকে ওসি (তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। নতুন ওসি পদায়ন হওয়ার পর ওসি তদন্ত বরিশাল রেঞ্জে যোগ দিতে পারেন বলে ধারণা সংশ্লিষ্টদের। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘রাউজান থানার ওসিকে প্রত্যাহার করার পর এখনো নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়নি। এরমধ্যে ওসি (তদন্ত) কে বদলি করা হয়েছে। চট্টগ্রামের ১২ থানার ওসিকে একযোগে প্রত্যাহার করার পর আজ (গতকাল মঙ্গলবার) ৬ থানায় নতুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। তবে আগামীকাল (আজ বুধবার) হয়তো রাউজান থানাসহ বাকী থানাগুলোতে নতুন ওসি পদায়ন করা হতে পারে।’