পদুয়ায় বিষাক্ত সাপের সাথে খেলা, অতঃপর কিশোরের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় বিষাক্ত সাপ ধরে খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কিশোরের নাম মো. সাঈদ (১৯)। সে পেশায় একজন শ্রমিক।

কিশোর সাঈদ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আঁধারমানিক লালারখিল এলাকার মতিউর রহমানের পুত্র।

নিহতের ভাই মো. রায়হান জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার ভাই সাঈদ বিষাক্ত সাপ ধরে খেলার সময় কামড় দেয়। এর কিছুক্ষণ পর তার শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, সাপে কামড়ে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। অ্যান্টিভেনম দেয়ার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।