মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের (৬০৩) বগি লাইনচ্যুত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা নাগাদ উপজেলার বারইয়ারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহত ঘটেনি। আফ-লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের (৬০৩) বগির চারটি চাকা বারইয়ারহাট বাজার এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। ট্রেনের চালক ও পরিচালকের দক্ষতায় ট্রেনটি বারইয়ারহাট এলাকায় থেমে যায়।

চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আমরা চট্টগ্রাম কন্ট্রোলরুমকে জানিয়েছি। সেটি উদ্ধারে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন আসছে। তবে আফ-লাইন ব্লক থাকলেও ডাউন লাইন সচল আছে।