গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ওডেব ট্রেনিং সেন্টার দাতা সংস্থা WWDP-GC-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ’কয়ার’এর পাঁচ পর্বের ১ম ধাপের দুইদিন ব্যাপী শেয়ারিং মিটিং সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সামাজিক উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সমন্বয়ে অদ্যকার প্রজেক্ট শেয়ারিং মিটিং প্রিন্সিপাল মুকুল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট শেয়ারিং মিটিং এ অংশগ্রহণ করেন, সাংবাদিক গৌতম চক্রবর্তী, ব্যবসায়ী সুমন চৌধুরী, কমিউনিটি ফ্যাসেলিটেটর মনিরা সরকার, ওমেন্স গ্রুপ লিডার হাছিনা বেগম, রহিমা বেগম, নারগিস বেগম, গৃহিণী নুসরাত পারভিন, কোহিনুর আকতার, সমাজ কর্মী এ্যানি শীল, এনজিও কর্মী মুসলিমা আকতার, ক্ষুদ্র উদ্যোক্তা জুলেখা বেগম, শিক্ষার্থী মুনিয়া আকতর ও হীরা আকতার প্রমুখ। এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন মুহাম্মদ ফয়েজুল আবেদীন, শ্রাবস্তী মজুমদার জুই, সজল দে, মোঃ আলাউদ্দীন, বন্দনা বড়ুয়া , লাবণ্য শীল সানি ও হ্লা চিনু মার্মা প্রমুখ।