‘পূর্বের মতো উন্নয়ন চাইলে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন’

রাউজান প্রতিনিধিঃ রাউজানে মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর বিরামহীন প্রচারনা চলছে । মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী ১৫ ডিসেম্বর শনিবার সকাল থেকে সারদিন রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, সন্দ্বীপ পাড়া, খান পাড়া, খৈয়াখালী, শেখ পাড়া, মহামুনি, দেওয়ান পুর, বদুপাড়া এলাকায় গনসংযোগ করেন । গনসংযোগ চলাকালে কয়েকটি পথ সভায় মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখেন । মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী তার বক্তব্যে রাউজানের পাহাড়তলী এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরেন ।মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে চট্টগ্রাম শহর থেকে রাউজানের চুয়েট পর্যন্ত প্রস্তাবিত রেললাইন নির্মান, চুয়েটের পাশের্^ আইটি পার্ক নির্মান, পাহাড়তলীতে শিশু সংশোধনাগার নির্মান, খাদ্য গুদাম, ফায়ার ষ্টেশন নির্মান কাজ করা হবে । মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী বলেন গত দশ বৎসরে রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে । রাউজানে আর কোন সরকারের শাসন আমলে উন্নয়ন হয়নি। পাহাড়তলীর বদুপাড়ায় পিংক সিটি -২ নির্মান কাজ সহ পাহাড়তলীতে ১শত ২০ ভুমিহীন পরিবারের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মান করা সহ পাহাড়তলীতে বর্তমান সরকারের শাসন আমলে সম্পন্ন করা উন্নয়ন কাজের ফিরিস্থি তুলে ধরে পথসভায় এবি এম ফজলে করিম চৌধুরী। পাহাড়তলীতে গনসংযোগ কালে এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দোস্ত মোহাম্মদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল নবী সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ্ব । ১৫ ডিসেম্বর শনিবার সকাল থেকে মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী তার পিতা ফজলে করিম চৌধুরীর সর্মথনে রাউজানের ৭ নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, খলিলাবাদ, মোহাম্মদপুর, মঙ্গলখালী, পশ্চিম রাউজান, কেউটিয়া, রশিদের পাড়া, হরিশখান পাড়া এলাকায় গনসংযোগ করেন । গনসংযোগ শেষে রাউজানের নাতোয়ান বাগিচা এলাকায় রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে ফারাজ করিম চৌধুরী বক্তব্য রাখেন । রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে যুবলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, সুমন দে, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা হাশেম চৌধুরী, সুমন কল্যান বড়ুয়া, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আশিফ,যুবলীগ নেতা আজিজ, লিটন, ইসাহাক ইসলাম প্রমুখ ।