রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৩য় ম্যাচে শক্তিশালী রাঙ্গুনিয়া একাদশ কে ২-০ গোলে হারিয়ে চিটাগং কিংস সেমিফাইনালে উত্তির্ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন শফিক। গ্যালারিতে বসে পুরো খেলা উপভোগ করেন প্রধান অতিথি এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব সালাউদ্দিন আলী, ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি পুরস্কার তুলে দেন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে খেলাধুলার বিকল্প নেই।
এই খেলাটা মূলত প্লেয়ার হান্টিং প্রতিযোগীতা।এখান থেকে তোমরা জেলা পর্যায়ে খেলতে যাবে সেখানে থেকে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে নতুন প্লেয়ার সৃষ্টি হবে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে তরুনদের এগিয়ে আসতে হবে, খেলাধুলায় মনোনিবেশ হতে হবে, বর্তমান দেশের ক্লান্তি কাল থেকে সন্ত্রাস, চাঁদাবাজি লুটতরজা হতে দেশকে রক্ষা করতে হবে। এই জন্য সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। জাগৃতির সম্মানিত সভাপতি ইফতেখার উদ্দিন মোঃ আলমগীর এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ শফিকের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সম্মানিত চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন চৌধূরী, জাহাঙ্গীর আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্য এস এম মঈন উদ্দিন, জাগৃতির সাবেক সভাপতি ও আজীবন সদস্য সোহরাওয়ার্দী চৌধুরী, সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু, সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম বাছিক, জাগৃতির সাবেক সাধারণ মোঃ ওসমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক জনাব মোঃ জাফর, সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা, সহ-সদস্য সচিব আরফানুল হক বাদল, যুগ্ম আহবায়ক নাছির উল আলম হেজাজি, সেলিম চৌধুরী মানিক সহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দ। আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি বনাম মোহরা ফুটবল একাডেমির ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।