ঢাকাস্থ ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে সাক্ষাৎ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এদিকে আজ রোববার (৮ সেপ্টেম্বর ) নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছেন বিচারক।
ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন আদালত। একই সঙ্গে আগামী ধার্য তারিখে সাক্ষীদের উপস্থিত করতে দুদকে নির্দেশ দেন আদালত।